ঢাকা: বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র (ইউএপি) ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নতি করতে সক্ষম হয়েছে।
যারা এখনো করতে পারছে না তাদের ব্যাপারে সরকার কঠোর নজরদারি করছে, বলেন শিক্ষামন্ত্রী।
অনেকেই নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে সক্ষম হয়েছে। অধিকাংশের নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার প্রক্রিয়া চলছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আধুনিক ও যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

সমাবর্তন বক্তা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরই বয়স পঁচিশের নিচে। এই তরুণরা তাদের তারুণ্য হারাবে না। তারা রুখে দাঁড়াবে এবং উঠে দাঁড়াবে। অর্জিত জ্ঞান এবং সামাজিকতার বোধ তাদেরকে সাহস দেবে, উদ্বুদ্ধ করবে কর্মদক্ষতা বৃদ্ধিতে।
ইউএপি উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সদ্য গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনের এই যুগে একটি ব্যাপারই সর্বদা আশা করা যায়, তা হলো পরিবর্তন। পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে, টিকে থাকার তাগিদেই তা কাজে লাগাতে হবে।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবর্তনে মোট ৬৫২ জন শিক্ষার্থী স্নাতক ও ৩৭৯ জন শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ইউএপি’র একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলাফল করায় ২ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড ম্যাডেল ও ৯ জনকে ভাইস চ্যান্সেলরস গোল্ড ম্যাডেল প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪