তিন দিনের আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। জেলা প্রশাসকের (ডিসি) অফিস শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
রাবিপ্রবি শিক্ষার্থীদের এমন কর্মসূচির কারণ, গত বছরের ১৮ আগস্ট তাদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে এ পদটি শূন্য। এ অবস্থায় শিক্ষার্থীদের একাধিক দাবি ও সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
গত ৬ জানুয়ারি রাবিপ্রবি শিক্ষার্থীরা রাঙামাটির বনরূপায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় প্রশাসনের আশ্বাসে তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে। কিন্তু সেই সময়সীমার মধ্যেও ভিসি নিয়োগ দেওয়া হয়নি। তাই শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।
রাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা থেকে ‘লং মার্চ টু ডিসি অফিস’ এবং বেলা ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কারও কাছে থেকে এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এমজে