ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

প্রশ্ন ফাঁসের অভিযোগে মতিঝিল আইডিয়ালের শিক্ষক বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
প্রশ্ন ফাঁসের অভিযোগে মতিঝিল আইডিয়ালের শিক্ষক বরখাস্ত

ঢাকা: মেডিকেল কলেজের প্রশ্ন ফাঁসের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক মাকসুদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান।

বরখাস্ত সংক্রান্ত চিঠিতে বলা হয়, পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষক মাকসুদা আক্তারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০এর ৪/১৩ অনুসারে মিরপুর মডেল থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী চাকুরি শর্ত বিধিমালা-১৯৭৯ (১১) এবং প্রতিষ্ঠানের নিয়োগপত্রে বর্ণিত শর্তাবলি ভঙ্গের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।  

চিঠিতে আরও বলা হয়, কর্তৃপক্ষের বিনা অনুমতি বর্তমানে আপনি যে ঠিকানায় বসবাস করছেন তা থেকে অন্য কোথাও বাসা পরিবর্তন কিংবা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।