ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সিদ্দিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সিদ্দিক গ্রেফতার সিদ্দিকুর রহমান।

ফরিদপুর: ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) প্রেসিডেন্ট ও আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিটেডের কর্ণধার সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার পান্থপথ থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।