ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জমছে না অনলাইন ঈদ শপিং মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
জমছে না অনলাইন ঈদ শপিং মেলা ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে তিন দিনব্যাপী অনলাইন শপিং মেলা ‘ঈদ লাইফ স্টাইল-২০১৫’ শুরু হয়েছে। দুদিন পার হয়ে গেলেও ক্রেতা সমাগম সন্তোষজনক নয়।

উপযুক্ত স্থানে মেলার আয়োজন না করা ও প্রচার-প্রচারণার অভাবে ক্রেতাদের আগমন সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন বিক্রেতার‍া।

অন্যদিকে মেলা শুরু হওয়ার ৭ দিন আগে থেকে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন, মিডিয়া কাভারেজসহ সব ধরনের প্রচার-প্রচারণা করা হয়েছে বলে দাবি করেছেন আয়োজকরা।

শুক্রবার (০৩ জুলাই) সকাল থেকে তিন দিনব্যাপী এই অনলাইন মেলার আয়োজন করা হয় ধানমন্ডি ৮ নম্বর রোডের হোয়াইট প্যালেস কমিউনিটি সেন্টারে। মেলার আয়োজন করেছে হুইজ কিড নামে ইভেন্ট ম্যানেজমেন্টের একটি সংগঠন।

বিক্রি নেই দাবি করে দোকান গুছিয়ে নিয়ে মেলা থেকে চলে যাচ্ছেন ফারজানা আফরোজ দিপা। তিনি বলেন, ‘সুচি শৈলী’র অনলাইন পেজে যে পরিমাণ বিক্রি হয় মেলায় তার অর্ধেকও হয়নি। বিক্রি তো দূরের কথা কাস্টমারই নেই। সঠিক ব্যবস্থাপনা হলে আমাদের এই ক্ষতি হতো না। এখানে বসে মশা মারার চেয়ে বাড়ি গিয়ে অনলাইনে সময় দেওয়া ভালো।

টিজেডএস স্টোরের ইয়াসির বলেন, আয়োজকরা যেভাবে আমাদের বলেছেন সেভাবে তারা প্রচার-প্রচারণা চালাননি। যার ফলে মেলায় যে ধরনের লোক সমাগম হওয়ার কথা ছিলো তেমন হচ্ছে না।

হিজাব বিউটিফিকেশনের আফিয়া সুলতানা বলেন, দুই দিনে দু হাজার টাকারও বিক্রি হয়নি। মেলার গেটে কোন ধরনের ব্যানার টানানো নেই, আলোকসজ্জা নেই, মেলার আগে মাইকিংও করা হয়নি। ফলে কাস্টমারদের অনেকে জানেনই না যে এখানে মেলা হচ্ছে। এটা অর্গানাইজারদের দুর্বল ম্যানেজমেন্টের কারণেই হয়েছে।

মেলার পোশাকের ‘অন লাইফ’ স্টলে বসা সিফাত বলেন, মেলার শুরু থেকে এ পর্যন্ত মাত্র ১৭শ’ টাকা বিক্রি করেছি। দোকানে থাকলে প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা বিক্রি করতে পারতাম। বসে থেকে কাটাতে হয়েছে মেলার পুরোটা সময়।

এ সম্পর্কে জানতে চাইলে হুইজ কিডের মালিক মো. আকতারুল আলম ফয়সাল বলেন,  প্রচার-প্রচারণার জন্য স্টলের প্রত্যেকের সঙ্গে কথা হয়েছিলো মাত্র একটি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। অথচ আমরা ৫ থেকে ৬টি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। মিডিয়া কাভারেজও সঠিকভাবেই দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ক্রেতাদের মেলায় নিয়ে আসার দায়িত্ব তো আমাদের না। ক্রেতারা না এলে আমাদের কী করার আছে?

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
জেডএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।