ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লেবুর নানা দামে ক্রেতাদের বিভ্রান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
লেবুর নানা দামে ক্রেতাদের বিভ্রান্তি লেবুর ফাইল ছবি

ঢাকা: রমজানে ব্যবহৃত কিছু পণ্যের দাম বেড়েছে এবারো। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে লেবু।

রমজানের প্রথম দিন রোববার দিনভর লেবুর দাম নিয়ে ছিল ক্রেতাদের বিভ্রান্তি। একেক গণমাধ্যম লেবুর একেক রকম দাম প্রকাশ করে।  

ইফতারে শরবতের জন্য লেবুর চাহিদা বাড়ে। চাহিদার সঙ্গে বাড়ে লেবুর দাম। এবার লেবুর দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় রোজাদারদের জন্য এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তারা লেবুর দাম নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করছেন।  

বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেতারা বলছেন, দাম শুনে তাদের আর কিনতে ইচ্ছা করে না। রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন। নজরদারির অভাবেই এমন পরিস্থিতি হয়েছে। আর বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে কিনতে হয়। এ কারণে বিক্রিও করতে হয় বাড়তি দামেই।

রোববার দেশের গণমাধ্যমগুলো লেবুর দাম নিয়ে কেমন তথ্য প্রকাশ করেছিল, তার একটি তুলনামূলক চিত্র দেখা যাক। কোনো কোনো গণমাধ্যম তাদের প্রতিবেদনে এক হালি লেবুর দাম ২০০ টাকা পর্যন্ত উল্লেখ করে। লেবুর নানা দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানান ব্যবহারকারীরা। তারা লেবুর দাম নিয়ে বিভ্রান্তির কথা জানান।

এদিন বাংলানিউজ এক প্রতিবেদনে জানায়, লেবুর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতি হালি লেবুর দাম ধরন ভেদে ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। একই লেবু এক মাসে আগে ২০ থেকে সর্বোচ্চ ৩০ টাকা হালি বিক্রি হয়েছে।

দৈনিক ‘কালের কণ্ঠ’ তাদের এক প্রতিবেদনে জানায়, এক মাস আগেও লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা ছিল। তবে এখন দ্বিগুণের বেশি দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। উন্নত জাতের লেবুর হালি ১০০ টাকায়ও বিক্রি হতে দেখা যায়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবুর দাম কেমন ছিল, এ নিয়ে এক প্রতিবেদনে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন জানায়, আগে যেখানে প্রতিটি লেবু বিক্রি হতো ৮ থেকে ১০ টাকায়, এখন দাম বেড়ে বড় আকারের লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।  

খুচরা বাজারে মানভেদে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৪০ থেকে ১২০ টাকায়। রোজায় লেবুর চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে জানান সেখানকার লেবু ব্যবসায়ীরা।

ক্রেতারা জানান, কয়েকদিন আগে যে লেবুর হালি ৩০ টাকা ছিল, প্রথম রোজায় একই আকারের লেবুর হালি কেনেন ৮০ টাকায়। লেবুর এমন বাড়তি দামের বিষয়ে মৌলভীবাজারের লেবুচাষি শামসুল ইসলামের ভাষ্য, বৈশাখ মাস থেকে লেবুর সরবরাহ বাড়লে ফের দাম কমে যাবে।

সিলেটে এক হালি লেবু ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হতেও দেখা যায় বলে এক প্রতিবেদনে জানায় দৈনিক ‘কালবেলা’ পত্রিকা। লালবাজারে যে লেবু ২০০ টাকা হালি, ব্রহ্মময়ী বাজারের সামনে থেকে সিটি পয়েন্ট পর্যন্ত ভাসমান ব্যবসায়ীদের কাছে সেই লেবু পাওয়া যায় ১০০ টাকায়। এ ছাড়া আম্বরখানা এলাকায় যে লেবু ১০০ টাকা রিকাবীবাজারে ১৫০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।  

সরবরাহ কম থাকায় হঠাৎ লেবুর দাম বেড়েছে বলে দাবি সিলেটের ব্যবসায়ীদের। অন্যদিকে বেশিরভাগ ব্যবসায়ীই অসৎ অভিযোগ করে ক্ষোভ ঝাড়েন ক্রেতারা। তারা বলছিলেন, একদিন আগেও যে লেবুর দাম ছিল ৩০ টাকা হালি, রোজার প্রথম দিনেই তা ১০০ টাকা থেকে ১৫০ টাকা।  

‘বিজনেস স্ট্যান্ডার্ডে’র প্রতিবেদনে লেখা হয়েছে, প্রতি রমজানেই লেবুর দাম বাড়ে। মৌসুম না হওয়ায় এই রমজানে দাম আরও বেড়েছে। গত সপ্তাহে প্রতি হালি মাঝারি আকারের লেবু বিক্রি হয়েছিল ৪০ টাকায়; এখন সেই লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকা হালিতে। রাজধানীর কল্যাণপুর ও হাতিরপুল এলাকার বাজার ঘুরে লেবুর এ দাম পাওয়া যায়।

রমজানে লেবুর দাম বৃদ্ধি নিয়ে অনলাইনভিত্তিক গণমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এক প্রতিবেদনে লেখে, রোববার সকালে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজারে ছোট আকৃতির লেবু ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছিল। মাঝারি ধরনের লেবুর হালির দাম চাওয়া হচ্ছিল ৭০ থেকে ৮০ টাকা। আর বড় আকৃতির লম্বা লেবুর হালি ৯০ থেকে ১১০ টাকা পর্যন্ত। এ ছাড়া গোল আকৃতির বড় লেবুর হালির দাম ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছিল।  

বিক্রেতারা স্বীকার করেন, রোজার দুদিন আগে থেকে বাজারে লেবুর দাম বাড়তে থাকে। এক লাফে দাম বাড়ে ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত। ইফতারে শরবতে লেবুর চাহিদা বেশি। পাহাড়ি লেবু বাজারে না আসায় দাম চড়া বলে জানান । এদিকে হঠাৎ করেই ৪০ টাকার লেবু ৮০ টাকা হয়ে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা।  বাজার মনিটরিং আরও জোরদার করলে লেবুর দাম কমে আসবে বলে অভিমত তাদের।  

‘এনটিভি অনলাইনে’ এক প্রতিবেদনে বলা হয়, রোববার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিন আগেও ২০ থেকে ৪০ টাকা হালিতে বিক্রি হওয়া লেবুর হালি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এলাচি লেবুর দাম ৭০ থেকে ৮০ টাকা, শরবতি লেবুর হালি ১০০ থেকে ১২০ টাকা।

ময়মনসিংহ এলাকার লেবুর দাম নিয়ে ‘২৫ টাকার লেবু ৫০ টাকা, ২০ টাকার বেগুন ৬০’ শীর্ষক প্রতিবেদনে ‘জাগোনিউজ টোয়েন্টিফোর’ জানায়, রমজানের দুদিন আগেও শম্ভুগঞ্জ বাজারে আকারভেদে লেবু ২৫ থেকে ৩০ টাকা হালি বিক্রি হয়। অথচ এখন একই লেবুর দাম প্রতি হালিতে ২৫ থেকে ৩০ টাকা বাড়িয়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এসএএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।