ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এয়ারটেল গ্রাহকের জন্য হোটেল সিগালে ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এয়ারটেল গ্রাহকের জন্য হোটেল সিগালে ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং হোটেল সিগাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, সিগাল হোটেল লিমিটেডে রুম ভাড়া, খাবার, জিমনেসিয়াম, পুল, বিলিয়ার্ডসহ অন্যান্য খেলাধুলায় এয়ারটেলের হাই ভ্যালুড কাস্টমার, এয়ারটেল ফেভারিটস’র সদস্য এবং এয়ারটেলের কর্মকর্তারা বিশেষ ছাড় পাবেন।



সোমবার (২৯ জুন) বনানীতে এয়ারটেলের অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়।

এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার মোসাদ্দেক হোসেন খান, সিএইচআরও নূর মোহাম্মদ এবং সিগাল হোটেল লিমিটেডের সিনিয়র ম্যানেজার অব সেলস অ্যান্ড মার্কেটিং জসিম উদ্দিন, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার মো. হাশিম, সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ আশিকুর রহমান ও সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার নূর মেহেদি মান্না চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।