গাজীপুর: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফুয়াং ফুড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সদর উপজেলায় হোতাপাড়া এলাকায় ফুয়াং ফুড কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এদিকে সকালে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানার এডমিন ম্যানেজারের পদত্যাগ ও ঈদে ১১ দিনের ছুটি দাবিতে কাজ বন্ধ রেখে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে দাঁড়িয়ে অবরোধ ও বিক্ষোভ করেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
আরএস/এসআইএস