ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিস্কুটে ভ্যাট অর্ধেকে নামিয়ে আনল এনবিআর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বিস্কুটে ভ্যাট অর্ধেকে নামিয়ে আনল এনবিআর ফাইল ছবি

ঢাকা: হাতে ও মেশিনে তৈরি বিস্কুটে বসানো বাড়তি ভ্যাট কমিয়ে অর্ধেক করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এখন থেকে ১৫ শতাংশ ভ্যাটের জায়গায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে এ বেকারিপণ্যে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়, আগে বিস্কুটের ওপর ভ্যাট ছিল ৫ শতাংশ ছিল। জানুয়ারি থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। বিস্কটু প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর দাবির প্রেক্ষিতে তা কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হলো।

অর্থবছরের মাঝপথে এসে গত জানুয়ারি মাসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বসায়। ওই তালিকায় বেকারিপণ্য, বিস্কুট ও কেকও ছিল। সেসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

বিস্কুটের মত পণ্যে ভ্যাট বসানোয় সমালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের তরফে দাবি আসে ভ্যাট কমানোর। তাদের পক্ষ থেকে আন্দোলনেরও ঘোষণা আসে। দুই দফায় বৈঠক করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে। বৈঠকে নিজেদের দাবি তুলে ধরলে সেখানে বিস্কুটের ওপর থেকে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় এনবিআর।

গত ৬ ফেব্রুয়ারি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে নতুন করে আরোপ করা ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চেয়ে দ্বিতীয় দফায় এনবিআরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি শফিকুর রহমান ভুঁইয়া সেদিন সাংবাদিকদের বলেছিলেন, বিস্কুটের উৎপাদন খরচ সামাল দিতে কয়েকবার বিস্কুটে পরিমাণ কমানো হয়েছে। ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোর ফলে এখন দাম বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু দাম বাড়ালে সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে যাবে।

১৫ দিন পর আরোপিত কর ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হলো।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
জেডএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।