ঢাকা, শুক্রবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিমার পর্ষদ সভায় ভার্চুয়াল উপস্থিতি নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বিমার পর্ষদ সভায় ভার্চুয়াল উপস্থিতি নয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ

ঢাকা: বিমা কোম্পানির বোর্ড সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকা যাবে না বলে নির্দেশনা জারি করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ সম্পর্কিত নির্দেশনা জারি করেছে আইডিআরএ।

নির্দেশনায় বলা হয়, আইডিআরএ-এর ১৭৯ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লাইফ এবং নন-লাইফ বিমাকারী কোম্পানি সমূহের পরিচালনা পর্ষদের কোনো কমিটির কোনো সভা ভার্চুয়ালি করা যাবে না। পর্ষদের কোনো সভায় কোনো ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবেন না। প্রত্যেককে সব প্রকার সভায় অবশ্যই সশরীরে অংশ নিতে হবে।

সব বিমাকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানিয়েছে আইডিআরএ।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।