ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
রমজানে পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার (১২ মার্চ) থেকে সকাল সাড়ে ৯টায় শুরু হবে লেনদেন।

সোমবার (১১ মার্চ) বিএসইসির বিএসইসির সহকার পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার থেকে সকাল সাড়ে ৯টায় পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। যা বিরতিহীনভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। পোস্ট-ক্লোজিং সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত।

রমজান মাস শেষে লেনদেন আগের নিয়মে চলবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন>> সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।