ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুন্দরবনে ১৪২২ টন ফ্লাইঅ্যাশ বোঝাই জাহাজডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
সুন্দরবনে ১৪২২ টন ফ্লাইঅ্যাশ বোঝাই জাহাজডুবি

বাগেরহাট: সুন্দরবনের শিপসা নদীতে ১ হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্টর কাঁচামাল) বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে তলা ফেটে নদীতে ডুবে যায় এমভি গায়েহেরা-৪ নামে জাহাজটি।



তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ-পুলিশ।

নলিয়ান নৌ-পুলিশ পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, এমভি গায়েহেরা-৪ নামের লাইটার জাহাজটি শিপসা নদীর নলিয়ান এলাকায় ডুবো চরে আটকা পড়ে। খবর পেয়ে নৌপুলিশের একটি দল সেখানে গিয়ে লাইটারের নাবিকদের উদ্ধার করে। শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।  

ডুবে যাওয়া লাইটার জাহাজটি ভারতের ভজভজ এলাকা থেকে ১ হাজার ৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।