ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ওয়ান ব্যাংকের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ওয়ান ব্যাংকের চুক্তি

ঢাকা: বাংলাদেশ ব্যাংক সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে।

ওয়ান ব্যাংক লিমিটেড উক্ত স্কিমের আওতায় ঋণ বিতরণের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের এর সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি সই করে।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক মো. জবদুল ইসলাম এবং ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।  

চুক্তির আওতায়, বিদ্যমান সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর  ১১, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।