ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শ্বশুরবাড়িতে আগুন দিয়ে দ্বিতীয়বার জেলে জামাই!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
শ্বশুরবাড়িতে আগুন দিয়ে দ্বিতীয়বার জেলে জামাই! প্রতিকী ছবি

শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অভিযোগে এক বার জেল খেটেছেন। ফিরে এসে আবারও একই কাজ করলেন জামাই।

 

ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের। বুধবার (২৫ মে) সকালের এ ঘটনায় বিস্মিত পুলিশ।  

আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনের খবরে বলা হয়েছে, মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর এলাকার ওই জামাইকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।  

পুলিশ সুত্রে জানা গেছে, মাস তিনেক আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে। তখন তাকে গ্রেফতার করে পুলিশ। কয়েক মাস জেল খাটার পর ফিরে আসে সুমন। বুধবার সকালে তিনি আবার শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করতে যান। তাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।  

সুমনকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে সুমন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।  

কী কারণে সুমনের শ্বশুরবাড়ির উপর ক্ষোভ তা খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।