ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ৫৯ কেজি গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
ত্রিপুরায় ৫৯ কেজি গাঁজা জব্দ

আগরতলা (ত্রিপুরা): নকল নম্বর প্লেট লাগিয়ে পাচারকালে একটি ট্রাক থেকে ৫৯ লাখ রুপির গাঁজা জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) আমবাসা থানার পুলিশ এবং সিআরপিএফ বাহিনী যৌথভাবে স্থানীয় বেতবাগান এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ করে।

ধলাই জেলা আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার সংবাদমাধ্যমকে জানান, প্রতিদিনের মত যানবাহনে রুটিন তল্লাশিতে আগরতলা থেকে বর্হিঃরাজ্যগামী একটি ১২ চাকার ট্রাক দেখে সন্দেহ হয়। ট্রাকটির দুই দিকে দুইটি আলাদা রাজ্যের নম্বর প্লেট লাগানো রয়েছে। তখন গাড়িতে তল্লাশি চালিয়ে ভেতরে একটি গোপন কক্ষ থেকে ৫৯টি গাঁজার প্যাকেট জব্দ হয়। এই প্যাকেটগুলিতে মোট ৫৯০ কেজি গাঁজা রয়েছে।

তখন যৌথ বাহিনী ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে, সেইসঙ্গে ট্রাকের চালক সুবোধ দেব্বর্মাকেও আটক করে পুলিশ।

পুলিশ আধিকারিক সুমন মজুমদার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবোধ জানিয়েছে এই গাঁজা আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মাদক নিরোধক আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৫৯ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।