ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় যাচ্ছেন আরিফ, ফিরছেন জোবায়ের হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
আগরতলায় যাচ্ছেন আরিফ, ফিরছেন জোবায়ের হোসেন বিদায়ী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়ের হোসেন।

আগরতলা (ত্রিপুরা): আগরতলায় বাংলাদেশের নতুন সহকারী হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফ মোহাম্মদ।

তিনি বিদায়ী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়ের হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

আরিফ মোহাম্মদ এর আগে টোকিওর বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন। আগামী ১০ জানুয়ারি আগরতলায় সহকারী হাই কমিশনার হিসেবে তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বিদায়ী সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়ের হোসেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেবেন। তিনি ২০২০ সালের ২২ অক্টোবর দায়িত্ব নিয়েছিলেন এবং বুধবার (২২ ডিসেম্বর) দায়িত্ব হস্তান্তর করেন।

করোনা মহামারীর মধ্যে দায়িত্ব নিলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন মোহাম্মদ জোবায়ের হোসেন। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো- ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডি সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া। খুব শিগগির স্টাডি সেন্টারটি চালু হবে।

এটি চালু হলে ত্রিপুরা এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আরও বিস্তৃতভাবে সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে অধ্যায়ন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
এসসিএন/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।