ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭
কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের রবীন্দ্র-নজরুল সন্ধ্যা জাতীয় কবির পৌত্র কাজী অরিন্দম

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশন এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

বৃহস্পতিবার (২৫ মে) কলকাতার কলামন্দির কলাকুঞ্জ সভাগৃহে (৪৮, শেক্সপিয়ার সরণি) অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশ করেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুলসঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল।

পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এছাড়াও বাংলাদশের জাতীয় কবির পৌত্র অরিন্দম কাজী গীটারবাদন পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব শাহনাজ আক্তার রানু।

কলকাতায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট বুদ্ধিজীবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়:২৩২২ ঘণ্টা, ২৫ মে, ২০১৭

ভি.এস/জেএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।