ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ‘স্পাইস জেট’ (ভিডিও)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ‘স্পাইস জেট’ (ভিডিও)

কলকাতা: কলকাতা থেকে ঢাকা ও কলকাতা থেকে চট্টগ্রাম রুটে বিমানসেবা দেবে ভারতের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘স্পাইস জেট’।  

সোমবার (১৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে স্পাইস জেট-এর চেয়ারম্যান অজয় সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


 
বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।  

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ইউরোপের বিভিন্ন দেশে কলকাতা বিমান বন্দর থেকে সরাসরি বিমান চালানোর বিষয়টিও তুলে ধরেন।  

এদিকে ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে স্পাইস জেটের বিমান পরিসেবা দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আরও একটি মাইল ফলক বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।  

ধারণা করা হচ্ছে এর ফলে যাত্রীরা এখন কম খরচে এবং খুব সহজেই যাতায়াত করতে পারবে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ভিএস/আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।