ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রী মানিক সরকার ও হর্ষ বর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাৎ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
মুখ্যমন্ত্রী মানিক সরকার ও হর্ষ বর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাৎ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টার দিকে ত্রিপুরার মহাকরণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎ শেষে হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত করতেই এসেছেন তিনি। ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও ভালো করতে তার সঙ্গে কথা হয়েছে।

চট্টগ্রাম, আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের প্রয়োজনে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।