চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। দেশের জনগণ তা মেনে নেবে না।
সোমবার (১৭ মার্চ) ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন মাঠে এক ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে গেছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে । ৮ বছরের শিশু পর্যন্ত ধর্ষিত হচ্ছে দেশে। প্রতিদিনই চুরি-ডাকাতি, ইভটিজিংয়ের মতো অপরাধ সংঘটিত হচ্ছে, যা উদ্বেগজনক।
হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর ইসলাম মেম্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম চেয়ারম্যান, নূর ইসলাম মেম্বার, মহিউদ্দিন আজম তালুকদার, নাজিম উদ্দিন বাচ্চু, মহম্মদ আলি মেম্বার, মাহাবু সওদাগর, আবুল বাশার মেম্বার, মোসরাফুল আনোয়ার মশু, নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুতুব উদ্দিন, নজিবুল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
পিডি/টিসি