চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে ফুটপাত থেকে এক ভিক্ষুককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চালক মো. আবদুল আলী (৫৫) ভোলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলানিউজকে জানান, গত ১১ মার্চ রাতে এক ভিক্ষুক নারীকে তুলে নিয়ে যান আব্দুল আলী নামে এক সিএনজি অটোরিকশা চালক।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমআর/টিসি