ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘অসহায়দের মৌলিক অধিকার নিশ্চিত হবে ইসলামী শাসনে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
‘অসহায়দের মৌলিক অধিকার নিশ্চিত হবে ইসলামী শাসনে’

চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, রমজান মাস, আমাদের জীবনে এক বিশেষ সময়, যা শুধুমাত্র আত্মবিশুদ্ধি ও আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির মাস নয়, বরং এটি মানুষের মধ্যে সহযোগিতা, সহানুভূতি এবং সমবেদনার অঙ্গীকারের মাসও। এই মাসে, আমাদের জীবন থেকে ক্ষুধা ও পিপাসা দূর করার পাশাপাশি, আমরা আরো বেশি মনোযোগী হই দান, সাহায্য এবং একে অপরের পাশে দাঁড়ানোর ব্যাপারে।

আর এটি আরো বেশি এগিয়ে যাবে যখন রাষ্ট্রে ইসলামী শাসন চালু হলে। আর যখন রাষ্ট্রে ইসলামী শাসন চালু হয়, তখন এমন একটি পরিবেশ তৈরি হয় যেখানে দরিদ্র এবং অসহায়রা কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়ে তাদের মৌলিক অধিকার উপভোগ করতে পারে।

সোমবার (১০ মার্চ) বাগমনিরাম ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাগমসিরাম ওয়ার্ড এমরাতের নায়েবে আমির আব্দুল রাকিবের সঞ্চালনায় ও ওয়ার্ড এমরাতের আমির সাদুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডা. একেএম ফজলুল হক, চকবাজার থানা জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ার, আজিজুল হক, কামরুল হুদা প্রমুখ।

বাংলাদেশ সময়:২২১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।