চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্সে ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত তদারকি কার্যক্রমে এ জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো আফতাবুজ্জামান।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স ইয়াসিন বয়লারকে ৩ হাজার টাকা, প্রতিশ্রুত সেবা না দিয়ে কিছু নির্দিষ্ট ক্রেতার কাছে সয়াবিন তেল বিক্রি করায় এমকেএস ট্রেডিংকে ২০ হাজার টাকা, বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স বাগদাদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং শাহমীর স্টোর, মেসার্স গাউসিয়া ও তামিম জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়েজ উল্যাহ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এআর/পিডি/টিসি