চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানা পুলিশ অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া ১ টি বিদেশী রিভলবার, ৬ রাউন্ড বুলেট ও দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রানী রাসমনি ঘাট গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাঈনুর ইসলাম মামুন প্রকাশ রনি (২০) ও মো. জামাল (২৬)।
পাহাড়তলী থানার (এসআই) হাসান জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রানী রাসমনি ঘাট গোল চত্বর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মো. মাঈনুর ইসলাম মামুন ও মো. জামালকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন আসামি কৌশলে পালিয়ে যায়। আসামিরা ও অজ্ঞাতনামা সহযোগী আসামীরা পাহাড়তলী থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র টাকা-পয়সা লুট করে আসছিল। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় দুইটি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমআই/টিসি