ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
‘রক্তচক্ষুকে উপেক্ষা করে স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল’  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, বিগত দিনে প্রতিটি আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। দীর্ঘ ১৬ বছরের ঐতিহাসিক লড়াইয়ে আমাদের কোন নেতাকর্মী দল ছেড়ে যায়নি।

কোন অপশক্তির সাথে আপস করেনি। শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা রাজপথে ছিল।
দুঃসময়ের দিনগুলোতে তাদের বলিষ্ঠ নেতৃত্ব, ত্যাগ ও শ্রমের কারণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশের মধ্যে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট। এই সকল ত্যাগী ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে আমরা আগামী দিনে কমিটিগুলো গঠন করবো। যারা দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চান্দগাঁও থানা স্বেছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, গত ৫ আগস্ট একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করে আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি। জনগণের প্রতক্ষ্য ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। পতিত হাসিনা সরকার বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে আমরা ৩১ দফা ঘোষণা করেছি। সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।  

চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিদ হাসান রনি’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহীদুজ্জামান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, নুহ গাজী সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন। বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, আনোয়ার হোসেন বাদশা, আশরাফ উদ্দিন টিপু, হোসেন মো. মাসুম, কামাল হোসেন খোকন ও দেলোয়ার হোসেন খোকা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।