ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তবলা সন্ধ্যায় সুরের আবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
তবলা সন্ধ্যায় সুরের আবেশ

চট্টগ্রাম: মাধুর্য ভরা এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিয়েছে তবলা শিল্পীরা। এই অনবদ্য আয়োজনের মূল পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্র’র পরিচালক সুদীপ সেনগুপ্ত।

তাঁর পরিকল্পনা, পরিচালনা এবং সংগীতের প্রতি গভীর ভালোবাসার কারণে অনুষ্ঠানটি অনন্য মাত্রা পেয়েছে।  

শাস্ত্রীয় তবলাবাদনের প্রচার ও প্রসারের লক্ষ্যে ‘রেওয়াজ’ তবলা শিক্ষাকেন্দ্র প্রতিবছরের মতো এবারও বার্ষিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে।

উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সংগীত গুরু পণ্ডিত জহর মুখার্জি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের আরেকটি বিশেষত্ব ছিল তবলা নির্বাচনে রুচিশীলতা। এখানে পরিবেশিত প্রতিটি শিল্পীর বাজানো ছিল দর্শকদের মনের সঙ্গে গভীরভাবে মিশে যাওয়ার মতো, যা কখনো হারিয়ে যাবে না।  

শুভেচ্ছা বক্তব্য দেন রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্র’র পরিচালক সুদীপ সেনগুপ্ত।  

তিনি বলেন, রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্র সবসময় চায় দেশের সঙ্গীত চর্চার উন্নয়ন। সেই ধারবাহিকতায় দেশের শাস্ত্রীয় সঙ্গীতচর্চার সঙ্গে জড়িতদের উৎসাহিত করা এবং শিল্পীদের মধ্যে ভাব ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমাদের এ আয়োজন। তবলা খুব কম মানুষ চর্চা করে, তাদের মধ্যে নারী শিল্পীদের সংখ্যা আরও কম। আজকের এই মুগ্ধতা আমাদের মনে অনেক দিন থাকবে।

প্রবীর পালের সঞ্চালনায় আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন মিতালী রায়, আশীষ বসাক, রিতা চৌধুরী। হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন পৃথ্বিরাজ সাহা। তবলা সহযোগিতায় ঝিল মজুমদার, অরিজিৎ চৌধুরী,  জিৎ চৌধুরী।  

তবলা সন্ধ্যায় উপস্থিত দর্শক-শ্রোতারা শিক্ষার্থীদের বৃন্দ পরিবেশনায় ডুবে যান মোহনীয় আবেশে। চট্টগ্রামের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটি এক ব্যতিক্রমী আয়োজন, যেখানে তবলার লয় ও তালে মুগ্ধ হয়েছেন উপস্থিত সবাই। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছিলেন দর্শকরা।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।