ঢাকা, রবিবার, ১৮ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: হাটহাজারী থানার মামলার কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো.দুলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে হাটহাজারীর কুয়াইশ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো.দুলাল (৫০) উত্তর বুড়িশ্চর এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে।   

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.দুলাল কুয়াইশ রোড এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে দুলাল ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।