চট্টগ্রাম: পুলিশের সংকেত অমান্য করে গাড়ি নিয়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে ২ মাদক ব্যবসায়ী।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বশির আহমদের ছেলে হাকিম উদ্দিন (২৩) ও সাব্বির আহমদের ছেলে খলিলুর রহমান (৩০)।
রোববার (২৬ জানুয়ারি) ভোরে লোহাগাড়া থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, একটি নোয়াহ গাড়িতে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার তথ্যের ভিত্তিতে থানার সামনে মহাসড়কে তল্লাশি চালানো হয়।
লোহাগাড়া থানার এস আই শরিফুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া ২ জনসহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এসি/টিসি