ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মন্দিরের পুরোহিত-সেবক অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
মন্দিরের পুরোহিত-সেবক অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪ গ্রেপ্তার ৪ অপহরণকারী

চট্টগ্রাম: নগরের একটি মন্দিরের পুরোহিত-সেবকসহ তিনজনকে অপহরণের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় অপহৃত তিন ব্যক্তিকেও উদ্ধার করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে দামপাড়র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৫ জানুয়ারি) নগরের পাঁচলাইশ থানার পলিটেকনিক মোড়ের শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের একটি বাগান থেকে ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চার অপহরণকারী হলেন- বাছির আহম্মদ রানা (২৭), মো. জিহাদ (২৪), মো. আরিফ (২৪) ও মো. ইমন হোসেন সাদ্দাম (২৩)।  

অন্যদিকে অপহৃত তিনজন হলেন- কেশব মিত্র দাস (৪৩), রুবেল রুদ্র (৪২) ও সমির দাস (৪৫)।  

সংবাদ সম্মেলনে সিএমপির উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, নগরের হিলভিউ আবাসিক এলাকা থেকে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ওই তিনজকে অপহরণ করা হয়। এরপর তাদের ওই এলাকার একটি ভবনে আটকে রেখে নয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় ওই অপহৃত তিনজনকে ব্যাপক মারধর করেন অপহরণকারীরা।

রইছ উদ্দিন বলেন, খবর পেয়ে অভিযান চালালে অপহরণকারীরা পুলিশের চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে । সিএমপির ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের একটি টিম শনিবার সন্ধ্যায় পাঁচলাইশ থানার পলিটেকনিক মোড়ের শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনের একটি বাগান থেকে অপহৃত তিনজনকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে। এসময় পাঁচটি মোটরসাইকেল, ১০টি কিরিচসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। রানার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। বাকি জিহাদ এবং আরিফের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।