চট্টগ্রাম: ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’এ আহ্বানে শুরু হয়েছে দুইদিনব্যাপী উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ঊনবিংশ সম্মেলন।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সুধীজন, জেলা সংসদসহ অন্যান্য শাখার নেতাকর্মীবৃন্দ। উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি সাংবাদিক ও বিশিষ্ট প্রাবন্ধিক জসিম চৌধুরী সবুজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সহসভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন,সরওয়ার কামাল রবিন, কেন্দ্রীয় সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় বক্তারা বলেন, ‘সময়টা এখন কঠিন ও জটিল। ৭১’এ দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতার অর্জন ধরে রাখতে পারিনি আমরা। সেই জন্যই তো দেশে একের পর এক স্বৈরাচারী শাসনব্যবস্থা দেখেছে জনগণ। উদীচী সবসময় গণতন্ত্রের কথা বলে। শোষণমুক্ত বৈষম্যমুক্ত সমাজের কথা বলে। সেই আদর্শিক জায়গা থেকে উদীচী সব সময় তার লড়াই চালিয়ে যাবে। এসময় দেশে বক্তারা মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশের আহ্বান জানান।
কেন্দ্রীয় সহ সভাপতি হাবিবুল আলম বলেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক এবং সাম্প্রদায়িকতাবিরোধী সকল আন্দোলনে উদীচী শিল্পীগোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য, সমাজের সকল কলুষতা ও কুসংস্কার দূরীভূত করতে এবং সব ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে মানুষের জাগরণ গড়ে তোলার জন্য শুদ্ধ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই,উদীচী শিল্পী গোষ্ঠী তার জন্মলগ্ন থেকে একটি অসাম্প্রদায়িক ও মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ে তোলার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে। এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আাদায়ের লড়াই এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে প্রগতিশীল আন্দোলনকে বেগবান করতে হবে এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে।
উদ্বোধন অধিবেশনে জাতীয় সংগীত ও সংঘটন সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীকর্মীরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ ও বোয়ালখালী শাখার শিল্পীকর্মীরা সংগীত পরিবশন করেন এবং সঞ্চারী নৃত্যকলা একাডেমী নৃত্য পরিবেশন করেন।
শনিবার (২৫ জানুয়ারি) সম্মেলনের দ্বিতীয় দিনে সাংগঠনিক অধিবেশন থেকে জেলা কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
পিডি/টিসি