ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রতীকী ছবি

চট্টগ্রাম: ২২ বছর পর নগরের খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মাহবুবুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে সামসি কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় মো. আজিজুল্লাহ ইমন নামে এক শিক্ষার্থীকে জোর করে ট্যাক্সিতে তুলে অপহরণের চেষ্টা চালায় মো. মাহবুবুল আলম ও আব্দুল কুদ্দুস। তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থী চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়ে তাদেরকে আটক করে রেলওয়ে থানা পুলিশকে সোপর্দ করে।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ২০০৩ সালের ২৯ এপ্রিল আদালত সাজা ঘোষণা করে। এতে আসামি মো. মাহবুবুল আলমকে ৫ বছর কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেয়, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকে আসামি পলাতক ছিলেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, আসামি মোহাম্মদ মাহবুবুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।