ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
প্রভিটা গ্রুপের চেয়ারম্যানসহ স্ত্রী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা ...

চট্টগ্রাম: ১৭৩ কোটি টাকার ঋণ খেলাপের মামলায় প্রভিটা গ্রুপের চেয়ারম্যান নুরুন্নবী ভুইয়া, তার স্ত্রী সুলেখা ইব্রাহিম, ছেলে রিদুয়ানুল হক ভুইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

বুধবার (৮ জানুয়ারি) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এই আদেশ দেন।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, প্রভিটা গ্রুপের চেয়ারম্যান, স্ত্রী, ছেলের দেশত্যাগ করতে না পারেন পুলিশের অভিবাসন শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত।

এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়েছে।  

আদালত সূত্রে জানা যায়, ব্যাংক এশিয়া থেকে নেওয়া ১৭৩ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় আদালত প্রভিটা গ্রুপের চেয়ারম্যান, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল। কিন্তু বিবাদীদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৫০০ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।