ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আয়কর তথ্য সেবা মাস উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
চট্টগ্রামে আয়কর তথ্য সেবা মাস উদ্বোধন ...

চট্টগ্রাম: আয়কর বিভাগের উদ্যোগে পিএইচপি কর ভবনে আয়কর তথ্য সেবা মাস-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।  

রোববার (৩ নভেম্বর) কর অঞ্চল-২ এর কমিশনার মো. আবদুস সোবহান উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন।

প্রতিবছরের মতো এ বছরও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী করদাতাদের আয়কর রিটার্ন দাখিল ও আয়কর প্রদান সহজতর করার জন্য আয়কর বিভাগ চট্টগ্রাম এ আয়োজন করেছে। করদাতারা যেন সহজে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারেন সেই জন্য সার্কেল ভিত্তিক আলাদা রিটার্ন দাখিল বুথ এবং কর প্রদান প্রক্রিয়া সহজ করার জন্য রূপালী ব্যাংকের একটি বুথের ব্যবস্থা রাখা হয়েছে।

 

এ বছর করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলে উৎসাহিত করার জন্য অনলাইন রিটার্ন হেল্পডেস্ক চালু করা হয়েছে। যেখান থেকে করদাতারা অনলাইন রিটার্ন দাখিল সংক্রান্ত যেকোনো তথ্য জানতে পারবেন। পাশাপাশি অনলাইন রিটার্ন হেল্পডেস্ক থেকে অনলাইন রিটার্ন দাখিলের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সেবাও দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চল চট্টগ্রাম-এর কমিশনার মিজ শামিনা ইসলাম, কর অঞ্চল-৪ এর কমিশনার মিজ আয়শা সিদ্দিকা শেলী, কর অঞ্চল-৩ এর কমিশনার মো. মনজুর আলম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান) প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।