ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: সাতকানিয়ায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার কেরানীহাটের উত্তর পাশে মহাসড়ক ক্রসিংয়ের উত্তর ঢেমশা এলাকায় এ ঘটনা ঘটে।  

সাতকানিয়া থানার এসআই মো. বেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির শরীর টুকরো টুকরো হয়ে গেছে।

পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রতন কুমার বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার লাইনে ঈদ স্পেশাল-৯ ট্রেনটি সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে এবং ১০টা ২০ মিনিটের দিকে কক্সবাজার স্টেশনে পৌঁছে। ট্রেনটি সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। সকাল ৯টা ৩০ মিনিটের দিকে খবর পেয়েছি উত্তর ঢেমশা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের একজন মারা গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।