ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুব রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
যুব রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ ...

চট্টগ্রাম: রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে অসহায় নিম্নবিত্তদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামের বিভিন্ন স্থানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার যুব প্রধান কৃষ্ণ দাশ, আইসিটি-মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের প্রধান আবদুর রহমান অপি, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান মো. আরিফুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকরা।
 
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার যুব প্রধান কৃষ্ণ দাশ জানান, অসহায়দের সহযোগিতা করার লক্ষ্যে আমরা প্রতিদিনই রোজাদার মানুষের পাশে থেকে ইফতার সম্পন্ন এবং ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করি।

অষ্টম দিনের মতো আমাদের এ আয়োজন করা হয়। আশা করছি পুরো রমজানজুড়ে আমাদের এ কর্মসূচি চালু রাখতে পারবো।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।