ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক ...

চট্টগ্রাম: হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।  

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম মোহাম্মদ সোহেল নামের ওই যাত্রীকে আটক করে।

তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি এয়ার এরাবিয়ার ফ্লাইটে রাত সোয়া আটটায় শারজাহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই যাত্রীর কাছ থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ২৯ টাকা দরে ৩৯ লাখ ৬৮ হাজার ৬৫০টাকা, ৮ হাজার ৩৫০ ইউএস ডলার (প্রতি ডলার ১০৮ দশমিক ৫০ টাকা দরে ৯ লাখ ৫ হাজার ৯৭৫ টাকা, ৬১৮ ওমানি রিয়াল (প্রতি ওমানি রিয়াল ২৭০ টাকা দরে ১ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা), ৪০০ সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল ২৭ দশমিক ৪০ টাকা দরে ১০ হাজার ৯৬০ টাকা, ২০০ ইউরো (প্রতি ইউরো ১২০ টাকা দরে ২৪ হাজার টাকা) উদ্ধার ও আটক করে। এনএসআই উক্ত যাত্রীকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।  

এনএসআইর সুপারিশে আইনগত প্রক্রিয়া শেষে উক্ত যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।