ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাতারবাড়ীতে কয়লা নিয়ে ভিড়লো ‘এলএমজি অ্যাটলাস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
মাতারবাড়ীতে কয়লা নিয়ে ভিড়লো ‘এলএমজি অ্যাটলাস’ ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে মাতারবাড়ী এসেছে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ ‘এমভি এলএমজি অ্যাটলাস’

চট্টগ্রাম: মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে এসেছে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ ‘এমভি এলএমজি অ্যাটলাস’। এটি এ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা ষষ্ঠ জাহাজ।

এ নিয়ে সাড়ে তিন লাখ টনের বেশি কয়লা এলো এ বিদ্যুৎ কেন্দ্রে।  

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব পাইলটের তত্ত্বাবধানে জাহাজটি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর সংলগ্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আনা হয়।

জাহাজটির লোকাল এজেন্ট জিপি শিপিং।  

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, গভীর সমুদ্র থেকে ২২৯ মিটার লম্বা এবং সাড়ে ১২ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) জাহাজটিকে বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগবোটের সহায়তায় নিরাপদে জেটিতে আনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে জাহাজ থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে কয়লা খালাস করা হবে। কয়লা খালাসে সময় লাগবে অন্তত চার দিন।

গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার টন কয়লা নিয়ে প্রথমবার মাতারবাড়ী জেটিতে আসে ‘অউসো মারো’ (OWUSU MARU) নামের পানামার পতাকাবাহী জাহাজ। এরপর মে মাসে চারটি এবং জুনে একটি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়ী আসে। এখন থেকে নিয়মিত কয়লাবাহী জাহাজ আসতেই থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।