ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বারুণী উৎসব চট্টগ্রামে সাম্যের বার্তা ছড়াচ্ছে: ফরিদ মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
বারুণী উৎসব চট্টগ্রামে সাম্যের বার্তা ছড়াচ্ছে: ফরিদ মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, দ্বিশত বছরের প্রাচীন বারুণী উৎসব চট্টগ্রামে সাম্যের বার্তা ছড়াচ্ছে। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় বদ্ধপরিকর।

চলমান প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে আগামীতে বারুণী স্নান উদযাপন পরিষদের উৎসব আয়োজন আরো জমজমাট হবে।  

নগরের ১১ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে দুইদিনব্যাপী রানী রাসমনি বারুণী স্নানঘাটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

প্রাচীন এই উৎসবের নির্দিষ্ট স্থান চিহ্নিত করে উদযাপন পরিষদের অনুকূলে স্থায়ী অনুমোদন দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদযাপন পরিষদের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ডা. বিজন কান্তি দেবনাথ। সাধারণ সম্পাদক মিলন দাশের পরিচালনায় উপস্থিত ছিলেন সুরথ কুমার চৌধুরী, নেছার আহম্মেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, সুভাষ ধর, সদানন্দ ভট্টাচার্য, বাবুল দেবনাথ, বাবুল নাথ, অলক দাশ, ঝন্টু নাথ, পিকলু চৌধুরী, লক্ষ্মণ, মিনু রানী দেবী, ডা. সুমন তালুকদার, বাবুল দাশ, লিটন দাশ, রঞ্জিত নাথ, লিখন দেবনাথ, সুধীর দাশ, রাজিব ধর, জনি শীল শিবু, অর্জুন, মিলন দাশ, সাজিব, সৌরভ, সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।