ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
আইআইইউসিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।  

শুক্রবার (১৭ মার্চ) আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।

তিনি বলেন, বাঙালি জাতির প্রতি জাতির জনকের অবদান আলোচনা সভায় বলে শেষ করা সম্ভব নয়। যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না তাঁর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে আমরা আইআইইউসি পরিবার এগিয়ে চলেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা আজ সারাবিশ্বে প্রশংসিত। বঙ্গবন্ধুর আদর্শ আমাদের সকলের জীবনের জন্য অনুকরণীয়।  

আইআইইউসির উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মছরুরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।  

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন হাফিজ, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহেদ হোসেন সিকদার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শামীমুল হক চৌধুরী, আইকিউএসির ডিরেক্টর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, সাইন্স অব হাদিস অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল হক নদভী, আইন বিভাগের চেয়ারম্যান মঞ্জুর হোসেন পাটোয়ারী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান চেয়ারম্যান মো. ছরওয়ার আলম, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।