ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে ৩১তম সিন্ডিকেট সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
সিআইইউতে ৩১তম সিন্ডিকেট সভা সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী

চট্টগ্রাম: উচ্চশিক্ষায় একাডেমিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) তার লক্ষ্য থেকে কখনই সরে যাবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।  

তিনি বলেছেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করার পাশাপাশি দক্ষ গ্র্যাজুয়েট এবং মানবসম্পদ গড়ে তুলতে সিআইইউ সবসময় বদ্ধপরিকর।

আন্তর্জাতিকমানের শিক্ষাদান পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গড়ে তুলছে বলেও জানান উপাচার্য।  

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৩১তম সিন্ডিকেট সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের অডিট রিপোর্ট, সিলেকশন, নিয়োগসহ গুরুত্বপূর্ণ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।  

সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং প্রকৌশলী আলী আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন, ড. এম আইয়ুব ইসলাম, সিআইইউ বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, কাউন্সিল অ্যাফেয়ার্স শাখার ইনচার্জ রুমা দাশ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।