ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় শিবির ক্যাডার গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
সাতকানিয়ায় শিবির ক্যাডার গ্রেফতার ...

চট্টগ্রাম: সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের কাঞ্চনা এলাকা থেকে জামশেদ নামে এক শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১২ মার্চ) রাতে হাঙ্গরমুখ বাজারের নবীর দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

ঢেমশা তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম জানান, সাম্প্রতিক সময়ে পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। শিবির ক্যাডার জামশেদ, ফাহিমসহ গুটিকয়েক সন্ত্রাসী স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে পুরো এলাকাকে অশান্ত করে রেখেছে।

মারধর ও গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে একাধিকবার। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামশেদকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গ্রেফতার জামশেদ কাঞ্চনার শিবির ক্যাডার। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শিবির ক্যাডার বশরের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিল জামশেদ। পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ঘটনায় সম্পৃক্ততা রয়েছে তার। হত্যা চেষ্টাসহ বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। জামশেদ তার প্রকৃত নাম গোপন করে পাসপোর্টও বানিয়ে নেয় প্রতারণা ও তথ্য গোপনের মাধ্যমে। তার প্রকৃত নাম জামশেদুল করিম চৌধুরী হলেও পাসপোর্ট করা হয়েছে মোহাম্মদ জামশেদ নামে। বাবার নাম আবু বক্কর ও মায়ের নাম সায়রা বেগম উল্লেখ করা হয় পাসপোর্টে। ঠিকানা দেখানো হয়েছে পূর্ব গাটিয়াডেঙ্গা। অথচ তার প্রকৃত মা-বাবার নাম ফয়েজ আহমেদ চৌধুরী ও ছেনু আরা বেগম। ঠিকানা উত্তর কাঞ্চনা চৌধুরী পাড়া।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, শিবির ক্যাডার জামশেদকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।