ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিয়োগের ৪০ দিনের মাথায় চবির সহকারী প্রক্টর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
নিয়োগের ৪০ দিনের মাথায় চবির সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় ও মোহাম্মদ রোকন উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চলতি বছরের ৩১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্সেস ইনস্টিটিউট এবং ওশানোগ্রাফি বিভাগের নতুন প্রভাষক হিসেবে যোগদান করেন সৌরভ সাহা জয় ও মোহাম্মদ রোকন উদ্দিন। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার বয়স মাত্র ৪০ দিন।

তবে এর মধ্যেই তাদের দুজনের কাঁধে উঠলো সহকারী প্রক্টরের দায়িত্ব। অর্থাৎ শিক্ষক হওয়ার পর প্রশাসনিক দায়িত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১ মাস ১০ দিন।
 

রোববার (১২ মার্চ) বিকেলে প্রক্টরিয়াল বডিতে যোগদান করেন তারা।

এর আগে রোববার দুপুরে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগ করেন। পদত্যাগের আধাঘণ্টা পরেই নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় মেরিন সাইন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে।

এদিকে শিক্ষক হওয়ার এক মাসের মাথায় মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের নতুন প্রভাষক সৌরভ সাহা জয় এবং ওশানোগ্রাফি বিভাগের মোহাম্মদ রোকন উদ্দিনের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন এখন কোনঠাসা হয়ে নতুন শিক্ষকদের উপরেই ভরসা রাখতে হচ্ছে কর্তৃপক্ষের।

নতুন সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় বাংলানিউজকে বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলাম। এখানের পরিবেশ, শিক্ষার্থী চাহিদা সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা বুঝি। তাছাড়া শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার আগে আমাদের অন্যান্য কাজেরও অভিজ্ঞতা আছে। সর্বোপরি আমি মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে যোগ্য মনে করেছেন বলেই এ দায়িত্ব দিয়েছেন। কেউই শুরুতে অভিজ্ঞ থাকে না। অভিজ্ঞ যারা আছেন এবং কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বাংলানিউজকে বলেন, প্রশাসনিক দায়িত্ব একটি চলমান প্রক্রিয়া। তাই উপাচার্যের নির্দেশে নতুন প্রক্টর ও দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। নতুন শিক্ষকদের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, উনারা এ ক্যাম্পাসে ৫-৭ বছর পড়াশোনা করেছেন। ক্যাম্পাস সম্পর্কিত উনাদের এসব অভিজ্ঞতা বিবেচনা করেই এ দায়িত্ব দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।