ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তুলার গুদামে অগ্নিকাণ্ড: ১০ সদস্যের তদন্ত কমিটি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
তুলার গুদামে অগ্নিকাণ্ড: ১০ সদস্যের তদন্ত কমিটি  সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বদিউল আলমকে। কমিটির সদস্যরা হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা, শিল্প পুলিশের একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ডিআইজি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড থানার ওসি, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) প্রতিনিধি, বিস্ফোরক পরিদফতরের প্রতিনিধি, বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) প্রতিনিধি।

তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসক মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করার পর ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইউনিটেক্স কারখানার তুলার গুদামে লাগা আগুন ১১ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ইউনিটেক্সের এ গুদামটিকে ২ হাজার ৭০০ টন তুলা মজুদ ছিল। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি আগুন নেভাতে কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনীর ৬টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছেছে বিমানবাহিনীর টিমও।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।