ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চারতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
চারতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু  চমেক হাসপাতাল।

চট্টগ্রাম: নগরের ইপিজেড এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে মনসুর আলম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরে ইপিজেড থানার নারকেলতলা এলাকার হক সাহেব গলির রহিমা মঞ্জিলে এ ঘটনা ঘটে।

নিহত মনসুর আলম (৫৫) ওই এলাকার মৃত ফোরকান আহমেদের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, একটি ভবনের ৪ তলার ছাদ থেকে পড়ে একজন গুরুতর আহত হন।

পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।