ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিইউজে’র সঙ্গে চবিসাসের সৌজন্য সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
সিইউজে’র সঙ্গে চবিসাসের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নবনির্বাচিত কমিটির সদস্যরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সিইউজের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে চবিসাস।

এ সময় নতুন কমিটিকে শুভেচ্ছা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী ও সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম৷ 

সিইউজের সভাপতি তপন চক্রবর্তী বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পরিমাণ বেড়ে গেছে। তবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সবসময় আপনাদের পাশে আছে।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সাংবাদিক হেনস্তার ঘটনায় বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা আমাদেরই অংশ। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে আমরা একটি মতবিনিময় সভা করবো।  

সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, আপনারা সিইউজের সদস্য না হলেও আমাদের পেশা একই। তাই আপনাদের যেকোনও ক্রান্তিকালে আমরা পাশে আছি। আপনাদের নতুন কমিটির জন্য শুভকামনা থাকবে। পাশাপাশি যেকোনও প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সাধ্যমতো আপনাদের সহযোগিতার চেষ্টা করবো।

এ সময় চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান, সাধারণ সম্পাদক ইমাম ইমু, দপ্তর, প্রকাশনা ও প্রচার সম্পাদক মোহাম্মদ আজহার, অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামানসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন ও সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।