ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাঠকের হৃদয়ে মায়াজাল সৃষ্টি করবে মোশাররফ রাসেলের গল্পগ্রন্থ ‘মায়াভবন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
পাঠকের হৃদয়ে মায়াজাল সৃষ্টি করবে মোশাররফ রাসেলের গল্পগ্রন্থ ‘মায়াভবন’ ...

চট্টগ্রাম: ‘মানুষের দৈনন্দিন জীবন বাস্তবিক অর্থেই রহস্য আর নাটকীয়তায় ভরা। সময়ের সাথে সাথে দ্রুত বদলে যায় মনন-জীবনধারা, প্রকৃতি আর পরিবেশ।

এই বদলে যাওয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন তরুণ গল্পকার ও সাংবাদিক আবু মোশাররফ রাসেল। সাংবাদিকতার অনুসন্ধানী চোখে তিনি পর্যবেক্ষণ করেছেন সময়ের কিংবা মানুষের তুমুল বদলে যাওয়ার উপাখ্যান।
আবহমান শেকড়ের সন্ধান আর আধুনিকতার মিশেলে লেখা গল্পগুলো পাঠকের হৃদয়ে সৃষ্টি করবে অন্যরকম মায়াজাল’।

এই সময়ের জনপ্রিয় গল্পকার ও সাংবাদিক আবু মোশাররফ রাসেলের গল্পগ্রন্থ ‘মায়াভবন’ এর মোড়ক উন্মোচনকালে বিশিষ্টজনরা এ মন্তব্য করেন।  

নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে আয়োজিত অমর একুশে বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ ও মুহাম্মদ শামসুল হক।  

বইটির প্রকাশক ও চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি-সাংবাদিক ওমর কায়সার ও এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, শিক্ষক-প্রশিক্ষক ড. শামসুদ্দিন শিশির, রাজনীতিবিদ ফরিদ মাহমুদ, দৈনিক সমকাল এর চট্টগ্রাম রিজিওনাল এডিটর সারওয়ার সুমন, বইয়ের লেখক আবু মোশাররফ রাসেল, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থগার সম্পাদক আহমেদ কুতুব, লেখক-সাংবাদিক আহসানুল কবির রিটন, সাংবাদিক আরিফ রায়হান, শামসুদ্দিন ইলিয়াস প্রমুখ।

বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান বইবেলা প্রকাশন, প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বইমেলায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও আপন আলো স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।