ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বামজোটের সমাবেশ ২৭ ফেব্রুয়ারি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
চট্টগ্রামে বামজোটের সমাবেশ ২৭ ফেব্রুয়ারি 

চট্টগ্রাম: অব্যাহত বিদ্যুৎ-গ্যাস ও  জ্বালানি তেল এবং দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-লুটপাট, বাকস্বাধীনতা হরণ এবং তদারকি সরকারের অধীনে কালো টাকা, পেশিশক্তি, ধর্মের অপব্যবহারমুক্ত সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ২৭ ফেব্রুয়ারি বিকেল তিনটায় চট্টগ্রামে সমাবেশ ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। এতে বামজোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের হাজারী লেনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জোটের জেলা সমন্বয়ক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয়।

 

সভায় জোট নেতারা বলেন, এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দিনযাপন করছে দেশের মানুষ। সরকার দলীয় সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনিক শক্তি প্রদর্শন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি, লুটপাট, টাকা পাচারের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে দেশকে। দাতা সংস্থার নির্দেশ মেনে অব্যাহতভাবে জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এতে দ্রব্যমূল্য বাড়ছে। এমন অবস্থায় আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা কৌশলের আশ্রয় নিচ্ছে সরকার।  

বাম গণতান্ত্রিক জোট চলমান অপশাসন ও সংকটের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ সংগ্রামের অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি বিকেল তিনটায় চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস চত্বরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হবে। জোটের পক্ষ সব স্তরের জনগণকে এই জনবিরোধী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে এবং বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি নির্মাণে একাত্ম হওয়ার আহবান জানানো হয়েছে।

সভায় সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহাকে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়কারী নির্বাচিত করা হয়েছে।

সভায় জেলা সিপিবির সভাপতি অশোক সাহা, বাসদ (মাকসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নুরচ্ছাফা ভূঁইয়া, বাসদ নেতা আহমেদ জসিম বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।