ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রীবাহী বাসে ইয়াবা, পুলিশের হাতে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
যাত্রীবাহী বাসে ইয়াবা, পুলিশের হাতে ধরা ...

চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী মারসা পরিবহনের বাস থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলার সদর থানার হনুমানের চর এলাকার মিজানুর রহমানের ছেলে শরীফুল (২২) ও কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এলাকার আবুল হোসেনের ছেলে জমির (১৯)।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় শরীফুল ও জমির নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলা করা হয়েছে।  গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।