ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘যখনই বিএনপি কর্মসূচি দেবে, যুবলীগ রাজপথে থাকবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
‘যখনই বিএনপি কর্মসূচি দেবে, যুবলীগ রাজপথে থাকবে’ ...

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নগরীর ইপিজেড মোড়স্থ বে-শপিং চত্বরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে যুবলীগ নেতা লোকমানের সভাপতিত্বে ও ফারুক হোসেন সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন যুবলীগ নেতা জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, রঞ্জিত কুমার শীল, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা, রাশেদ চৌধুরী, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইমতিয়াজ সুমন, ফরহাদ আবদুল্লাহ, মো. ইসমাইল, মো. মিজান, রেজাউল করিম মামুন,  দিদারুল আলম, সাজ্জাদ আলী জুয়েল, মো. কাজী আরিফ, সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব, ইয়াসিন আরাফাত, মনিরুল হক, মো. কাশেম, মো. মিজান, মো. হানিফ, রমজান আলী, আবু নাসের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পি, ইকবাল হোসেন রাজু, সাজ্জাদ হোসেন, জাবেদ হোসেন, আলী নুর, মো. আরমান, মো. শোয়েব, মোমিনুল হক, মাকসুদুর রহমান মাকসুদ, মো. সোহেল, জাহিদুল আলম আলো, মো. মাসুম, আলাউদ্দিন সোহেল, মোতালেব রানা, হৃদয় কুমার দাশ, জালাল উদ্দিন, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, ওমর ফারুক, মো. মুছা, আবু সাইদ, কৌশিক রায়, মো. সাকিব, মো. মারুফ, সারুক, পলাশ চক্রবর্তী, নুসরাত, সজীব কান্তি দাশ, রুবেল, রায়হান, জিম প্রমুখ।

দেবাশীষ পাল দেবু বলেন, বিএনপি যখনই রাজনৈতিক কর্মসূচি দেয়, মানুষ আতঙ্কে থাকে, ভয় পায়, নিরাপত্তাহীনতায় ভোগে। এ কারণেই যুবলীগ রাজপথে থেকে সাধারণ মানুষকে সাহস দেয়।

যখনই তারা কর্মসূচি দেবে, যুবলীগও রাজপথে থাকবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না। বাংলাদেশের অগ্রগতি, সাফল্য তাদের সহ্য হচ্ছে না। তাই তারা সন্ত্রাস ও নৈরাজ্যকর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। ২০১৪ সালেও নির্বাচনের আগে দেশের সাধারণ মানুষের ওপর তারা তাণ্ডব চালিয়েছে। বাসে, ট্রেনে আগুন দিয়েছে ও সাধারণ মানুষকে হত্যা করছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।