ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মন্দিরের চুরি যাওয়া স্বর্ণ পথের ধারে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
মন্দিরের চুরি যাওয়া স্বর্ণ পথের ধারে

চট্টগ্রাম: পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে শত বছরের প্রাচীন শ্রীশ্রী বুড়া কালী মন্দিরে চুরি যাওয়া বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ধলঘাটের নন্দরখিল এলাকার একটি পথের ধারে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বাংলানিউজকে বলেন, স্থানীয় এক যুবকের থেকে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যাই। এসব স্বর্ণালংকার পরিত্যক্ত অবস্থায় ছিল।

দেখে মনে হচ্ছে এগুলো কেউ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল।

তিনি আরও বলেন, প্রতিমার মুকুট দেখে শনাক্ত করেছি। কতটুকু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে যাচাই-বাছাইয়ের পর বলা যাবে। উদ্ধার স্বর্ণালংকার পুলিশের হেফাজতে আছে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি দিবাগত রাতে তালা ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে চোরেরা। তারা মন্দিরের দেবীর প্রায় ৪০ ভরি স্বর্ণালংকারসহ দান বাক্সের সব টাকা লুট করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।